Astro Olympiad 2024

Bangladesh Astronomical Association

এস্ট্রোনমি ও এস্ট্রোফিজিক্স-এ স্কলারশিপের সুযোগ

রুশ বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের Astronomy & Astrophysics বিষয়ে স্কলারশিপ পাওয়ার সুযোগ

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর (অনার্স এবং মাস্টার্স) পর্যায়ে Astronomy & Astrophysics বিষয়ে স্কলারশিপ এর ব্যবস্থা করেছে রুশ সরকার।
  
এই স্কলারশিপের সবরকম কার্যক্রম দেখভাল করছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন এবং এটি যৌথভাবে প্রদান করছে বাংলাদেশের রুশ দূতাবাসের সাংস্কৃতিক বিভাগ এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন।

বাছাই প্রক্রিয়ায় সহযোগিতা করছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকরা। এই অফার কার্যকর হবে ২০১৫ সালের সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ফল সেমিস্টার থেকে।

স্নাতক পর্যায়
১. ২০১৪-১৫ সালের এইচএসসি পরিক্ষায় জিপিএ ৪.৫ (চতুর্থ বিষয় বাদে)।
২.২০১৪-১৫ সালের লেভেল। পদার্থিবজ্ঞান এবং গণিত এ  A থাকতে হবে।
স্নাতকোত্তর পর্যায়
১. পদার্থিবদ্যা, গণিত বা ফলিত গণিতে অনার্সসহ ব্যচেলার ডিগ্রি থাকতে হবে।
২. সিজিপিএ ৩.৫।

এক কপি ছবি এবং শিক্ষা সনদপত্র ও গ্রেডশিট সত্যায়িত কপি সহ ২২ আগস্ট তারিখের মধ্যে আবেদন করতে হবে। যোগাযোগ:
১. বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন
বিএস ভবন (রুম নং - এল২/১০৮), ৭৫ সায়েন্স ল্যাবরেটরী রোড, ঢাকা।
২. প্রকৌশলী সুকল্যাণ বাছাড়
কিউরেটর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, ঢাকা।
৩. অভিক - ৫১, আজিজ সুপার মার্কেট, শাহাবাগ, ঢাকা।
ই-মেইল এ আবেদনপত্র পাঠানো যাবে : mohakash.milan@gmail.com